ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়ে ফ্রেশার্স শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে শাখা শিবির। সোমবার(২০ অক্টোবর) বিকাল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনকালে বিশেষ অতিথি ছিলেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, আইআইইআর’র পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান এবং আল ফিকহ এন্ড ল বিভাগের অধ্যাপক ড. নাজিমুদ্দিন। আরো উপস্থিত ছিলেন, শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান, সেক্রেটারি ইউসুব আলী, প্রচার সম্পাদক আবসার নবী হামজা এবং খেলায় অংশগ্রহণকারী বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
শাখা শিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, আমরা চাই নবীনদের মধ্যে ব্যাক্তিগত বুঝাপড়া খুব ভালো হোক এবং তারা যাতে একটি পরিবারের মতো বেড়ে উঠতে পারে সে লক্ষ্যকে সামনে রেখে আজ আমাদের এই আয়োজন। ব্যক্তিগত সম্প্রীতি এবং ভালোবাসা অর্জনের মাধ্যম হওয়াটাই এই টুর্নামেন্টের উদ্দেশ্য।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, মানুষ সবসময় পজিটিভ কাজকে মূল্যায়ন করে। বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থী কেন্দ্রিক যে কোনো ইতিবাচক কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে গ্রহণযোগ্যতা পায়। শিবিরের দীর্ঘদিনের পজিটিভ কর্মকাণ্ড শিক্ষার্থীদের মধ্যে বিশ্বাস ও সমর্থন গড়ে তুলেছে। সেই কারণেই বিগত চারটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনে তারা সাফল্য অর্জন করেছে। শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক সুস্থতার জন্য খেলাধুলা অত্যন্ত জরুরি। বর্তমানে শিক্ষার্থীরা মোবাইল ও অন্যান্য প্রযুক্তিতে অতিরিক্ত সময় ব্যয় করছে, তাই বিশ্ববিদ্যালয়ে নিয়মিত খেলাধুলার আয়োজন করা উচিত।
উল্লেখ্য ‘সমৃদ্ধ ও দেশ প্রেমিক নাগরিক গড়ার লক্ষ্যে, সুস্বাস্থ্য ও সুন্দর মস্তিষ্কের তরুণদের একতাবদ্ধ রাখার উদ্দেশ্যকে’ সামনে রেখে ইবি শাখা ছাত্রশিবির বিশ্ববিদ্যালয়ের মোট ৩৬টি বিভাগের নবীন শিক্ষার্থীদের নিয়ে এ টুর্নামেন্ট আয়োজন করে। উদ্বোধন ম্যাচটি আল-কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ বনাম ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের মধ্যে অনুষ্ঠিত হয়।