বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানায় করা হত্যা মামলায় গ্রেপ্তার আলোচিত ‘কনটেন্ট ক্রিয়েটর’ তৌহিদ আফ্রিদিকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়েছে সিআইডি।
সোমবার (২৫ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান রিমান্ড আবেদনের তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বরিশাল থেকে গ্রেপ্তারের পর তৌহিদ আফ্রিদি সিআইডির হেফাজতে আছেন। তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। দুপুরের পর তাঁকে আদালতে তোলা হবে।
এদিকে, এ মামলায় তৌহিদ আফ্রিদির বাবা মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।