বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান জানিয়েছেন, “আসছে রমজান ও গরমে লোডশেডিং হবে না। তবে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির নিচে নামানো যাবে না, গরমে স্যুট পরিহার করে এসির তাপমাত্রা না কমানোর অভ্যাসের প্রবণতা বাড়াতে হবে”।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিজিএমইএ ভবনে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন দেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক দুর্নীতি ও লুটপাট হয়েছে। তাই সকলকে সচেতনতার সাথে ব্যবহার করতে হবে। আর যারা নতুন করে লাইনের গ্যাসঃ নিবে তাদেরকে বাড়তি দাম দিয়ে নিতে হবে। কেননা সরকারকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৪২ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। প্রতি ইউনিট বিদ্যুতের জন্য গ্রাহকরা সরকারকে দেয় ৮.৯০ টাকা। অথচ সরকার কেনে ১২ টাকায়। তাই নতুন করে সরকার আর কোন ভর্তুকি দিতে পারবে না।