শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার আউটশাহী ইউনিয়নের বলই প্রাইমারি স্কুলের সামনে পাকা রাস্তার উপর অটোরিকশা উল্টে পড়ে গিয়ে অটোরিকশার যাত্রী মোঃ মিনাল হক শেখ (৫০) গুরুতর যখম হয়। ঐ অবস্থাতে তাকে উদ্ধার করে টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে দেয়। চিকিৎসক বলেন, অতিরিক্ত রক্তক্ষরণের করনে ঐ ব্যাক্তির মৃত্যূ হয়েছে। নিহত মিনাল উপজেলার চাপ গ্রামে কালাই শেখের ছেলে।
জানা গেছে, নিহত দুপুর ১২টার দিকে টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও, তৌলকাই নামক স্থান হতে অটোরিক্সায় উঠে টঙ্গীবাড়ী বাজারের উদ্দেশ্যে রওনা হয়। অটো রিক্সাটি বিপরীত দিক হতে আসা একটি ট্রাককে সাইট দিতে গিয়ে উল্টে পড়ে যায়।
টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বলেন, সড়ক দূর্ঘটনায় নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।