শনিবার ৫ অক্টোবর ২০২৪, পার্বত্যাঞ্চলে সাম্প্রতিক বিচ্ছিন্ন ঘটনার উপর ভিত্তি করে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা লক্ষে মেজর মোঃ অয়ন এর সভাপতিত্বে রাজনৈতিক-অরাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি ব্যক্তিবর্গের সমন্বয়ে সম্প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়
মেজর মোঃ অয়ন বলেন, সাম্প্রতিক সময়ে কিছু উশৃঙ্খল লোক বিশৃংখলা সৃষ্টি করার জন্য মানুষের মাঝে আতংক সৃস্টি ও গুজব ছড়াচ্ছে। সামাজিক যোগাযোগর মাধ্যমে এ সকল গুজব দ্রুত ছড়িয়ে পরে। সমাজের সকল শ্রেণীর মানুষকে এদের প্রতিহত করতে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন গুজব একটি ভয়ংকর অস্ত্র। বর্তমানে গুজব ছড়ানো লোকের অভাব নাই। যে কোন ঘটনার সত্য মিথ্যা যাচাই করুন, তারপর তাকে প্রতিহত করুন।
পানছড়ি উপজেলায় হিন্দু ধর্মাবলম্বীদের ১০ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব পালন করা হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি ও সকল ধর্মের লোকজন যেন নিজ ধর্মীয় অনুষ্ঠান সুষ্ঠভাবে পালন করতে পারে, সেদিকে সকলকে সজাগ থাকতে হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে ক্যাপ্টেন ফয়সাল আহমেদ, থানা অফিসার্স ইনচার্জ মো: জসিম উদ্দিন, পানছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, বকুল চন্দ্র চাকমা, ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমাসহ ধর্মীয় নেতাগন উপস্থিত ছিলেন।