গত শুক্রবারের হঠাৎ ভূমিকম্পে কেঁপে ওঠে সারা দেশ। এতে হতাহত ও ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়। তারপর শনিবার আফটারশকে আরও দুইবার কেঁপে ওঠে দেশের বিভিন্ন এলাকা।
এমন পরিস্থিতিতে জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও বিশেষজ্ঞরা বলছেন, সঠিক তথ্য না জানা ও অপতথ্যের কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটছে।
ভূমিকম্পে করণীয় জানা থাকলে অনেক বিপদ থেকেই বাঁচা সম্ভব। জেনে নিন ভূমিকম্প হলে করণীয় কি- মাটি কাঁপতে শুরু করলে অপ্রয়োজনীয় নড়াচড়া কমিয়ে দ্রুত কাছের কোনো নিরাপদ স্থানে আশ্রয় নিন। ঝাঁকুনি বন্ধ না হওয়া পর্যন্ত এবং বাইরে যাওয়া নিরাপদ কিনা তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরের ভেতরে থাকতে হবে। একটি মজবুত ডেস্ক, টেবিল বা বেঞ্চের নিচে আশ্রয় নিন, অথবা ঘরের ভেতরের কোনো দেয়ালের পাশে বসে পড়ে শক্ত করে ধরে থাকুন। আশপাশে কোনো আসবাব না থাকলে মুখ ও মাথা হাত দিয়ে ঢেকে ভেতরের দেয়ালের পাশে বসে পড়ুন। ভূমিকম্পের সময় সম্ভব হলে মাথার ওপর শক্ত করে বালিশ অথবা অন্য কোনো শক্ত বস্তু কাঠবোর্ড, নরম কাপড় চোপড়ের কুণ্ডলি ধরে রাখুন। গ্যাস এবং বৈদ্যুতিক সংযোগ থেকে দূরে অবস্থান নিন। উচু ভবন থেকে দ্রুত নামার জন্য লিফট ব্যবহার করবেন না। বহুতল ভবনে একই জায়গায় অনেক মানুষ একসঙ্গে না থেকে ভাগ হয়ে আশ্রয় নিন। ভূমিকম্পের সময় গাড়িতে থাকলে গাড়ি খোলা জায়গায় থামিয়ে গাড়িতেই থাকুন।
তা ছাড়া, নিজেকে বিপদমুক্ত ভাবতে অন্তত একঘণ্টা সময় নিন।