মানবতাবিরোধী অপরাধের’ দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণার দিনে ধানমন্ডির ৩২ নম্বরে ফের আনা হয়েছে দুইটি বুলডোজার। সোমবার (১৭ নভেম্বর) বেলা ১২টার দিকে ট্রাকে করে বুলডোজার দুইটি নেওয়া হয়।
ট্রাকের উপরে হাতে মাইক নিয়ে কয়েকজন তরুণকে স্লোগান দিতে দেখা যায়। তাদের পরিচয় জানতে চাইলে তারা জানান , বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মীরা এখানে আছে।
এর আগে, গেল ৫ ফেব্রুয়ারি ‘বুলডোজার মিছিল’ কর্মসূচি থেকে ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ি ভেঙে অর্ধেকের বেশি গুঁড়িয়ে দেয়া হয়।
প্রসঙ্গত, গত বছরের ৫ অগাস্ট শেখ হাসিনা দেশত্যাগ করার পর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ওই বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও আগুন ধরিয়ে দেওয়া হয়।
এছাড়া, বর্তমানে ৩২ নম্বর সড়কে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যও মোতায়েন আছে।