অবৈধভাবে নয়, বরং যথাযথ নিয়ম মেনেই ‘পুশইন’ করা হয়েছে বলেছে মন্তব্য করেছেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক শ্রী দালজিৎ সিং চৌধুরী।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরে আয়োজিত সীমান্ত সম্মেলনের শেষ দিনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
দালজিৎ সিং দাবি করেছেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই বাংলাদেশে পুশ ইন করা হচ্ছে। তিনি বলেন, কেবল অবৈধ অনুপ্রবেশকারীদেরই নিয়ম মেনে পুশ ইন করা হচ্ছে। এ পর্যন্ত ৫৫০ জনকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ সংক্রান্ত ২ হাজার ৪০০ কেস যাচাই প্রক্রিয়াধীন রয়েছে। এই কাজে বাংলাদেশ হাইকমিশনও সহযোগিতা করছে।
শুধু বাংলাদেশিদেরকেই নয়, কিছু কিছু ক্ষেত্রে ভারতীয় নাগরিককেও পাঠিয়ে দেওয়া হচ্ছে, কিছু কিছু রোহিঙ্গা নাগরিককেও পাঠিয়ে দেওয়া হচ্ছে, যা মানবাধিকার লঙ্ঘনের শামিল হয়ে যাচ্ছে। এমন প্রশ্ন করা হলে বিএসএফ মহাপরিচালক বলেন, আমরা আইনের মধ্য থেকে, যথাযথ চ্যানেলে পুশ ইন প্রক্রিয়া সম্পন্ন করছি।