রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের মর্মান্তি এই দুর্ঘটনায় দগ্ধ হয়ে ৩৬ জন এখনো জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কাতরাচ্ছেন। এদের মধ্যে সংকটাপন্ন চারজনকে নিবীড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
রোববার (২৭ জুলাই) দুপুর ১২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, আমাদের ইউনিটে এখন পর্যন্ত ৫৬ জন রোগী এসেছেন। তাদের মধ্যে ১৭ জন মারা গেছেন। বর্তমানে ৩৬ জন ভর্তি রয়েছেন। একজনকে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে রেফার করা হয়েছে এবং দুইজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
এদিকে, বিমান বিধ্বস্তের ঘটনায় গত শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ৩৫ জনের মৃত্যুর খবর জানানো হলেও রোববার তা সংশোধন করে ৩৪ জনের মৃত্যুর কথা বলা হয়।