রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকীর ইসলাম সাগর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাকে দুর্ঘটনার পর কীভাবে পাইলটকে উদ্ধার করা হয়েছে তার বর্ণনা দিয়েছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক নাসিরুল ইসলাম।
বুধবার (২৩ জুলাই) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শিক্ষক নাসিরুল ইসলাম জানান, চাল ভেঙে তার ঘরের মধ্যে পড়েন পাইলট। দুর্ঘটনার সময় প্রচণ্ড শব্দ হয়। সঙ্গে সঙ্গে রুম থেকে বের হয়ে আসেন তিনি। তাকিয়ে দেখেন বিমান যেখানে পড়েছে সেখানে আগুন ধরে গেছে। এরপর সময়ের সঙ্গে সঙ্গে আগুন আরও বাড়তে থাকে।
তিনি বলেন, ভেতরে ঢুকে দেখি আমার ডেস্ক পুরো দুমড়ে মুচড়ে গেছে। উপরে প্যারাসুট দেখতে পাই। তখন গুঞ্জন ওঠে যে প্যারাসুট থাকলে মানুষ ভেতরে থাকতে পারে। এরপর বিমানবাহিনীর লোকেরা সার্চ করে আমার ঘরের এক কোনায় পাইলটকে পড়ে থাকতে দেখে। টিনের চাল ভেঙে আমার ঘরেই মধ্যে পড়েছিলেন পাইলট। সেখান থেকেই তাকে উদ্ধার করা হয়।