দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে আটজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৩৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আটজনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। এ বছরে এখন পর্যন্ত করোনায় ২৫ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তি খুলনা বিভাগের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ৪২ শতাংশ।