ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বাংলাদেশ রেলওয়ে বিশেষ ব্যবস্থাপনায় ট্রেন চালাচ্ছে। আজ রোববার (১ জুন) দ্বিতীয় দিনে ঢাকার কমলাপুর রেলস্টেশনে দেখা গেছে সুশৃঙ্খল ও অপেক্ষাহীন ট্রেনযাত্রার চিত্র। প্ল্যাটফর্মে নির্ধারিত সময়ের আগেই পৌঁছাচ্ছে ট্রেন, যাত্রীরাও আগেভাগে এসে শৃঙ্খলার সাথে সিট গ্রহণ করছেন।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ভোর ৬টা থেকে সকাল ১০টার মধ্যে ১২টি আন্তঃনগর ট্রেন ঢাকা ছেড়েছে। শুধু রংপুর এক্সপ্রেস ২০ মিনিট দেরিতে ছেড়েছে, বাকিগুলো সময়মতো চলেছে। স্টেশনে তিন স্তরের টিকিট যাচাই ব্যবস্থা এবং ভ্রাম্যমাণ আদালতের কারণে বিনা টিকিটে যাত্রার সুযোগ বন্ধ হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনী সক্রিয় রয়েছে।
যাত্রীরা জানিয়েছেন, আগে দীর্ঘ সময় অপেক্ষা করতে হলেও এবার পরিষ্কার স্টেশন, নির্ধারিত সময়ের ট্রেন ও নিরাপত্তার কারণে যাত্রা স্বস্তিদায়ক হয়েছে। তারা আশা করছেন, ট্রেন যেমন সময়মতো ছাড়ছে, তেমনি যেন গন্তব্যেও যথাসময়ে পৌঁছায়—তাহলেই ঈদযাত্রা হবে নিখুঁত ও আনন্দময়।