মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় সড়কের পাশ থেকে অজ্ঞাত এক পুরুষের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ ১০জুন (সোমবার) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ভবেরচর-রসূলপুর সড়কের শ্রীনগর এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। শারীরিক অবস্থা এবং পরনের জামা কাপড় দেখে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা পুলিশের। নিহতের গায়ের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন থাকায় কোন গাড়ির ধাক্কায় তিনি নিহত হয়েছেন বলে ধারণা করছে তারা।
স্থানীয়রা জানান, সোমবার সকালে সড়কের ভবেরচর ইউনিয়নের শ্রীনগর ঢালী বাড়ি সংলগ্ন এলাকায় রাস্তার পাশে মৃতদেহ পড়ে থাকে দেখেন তারা। বিষয়টি তাৎক্ষণিক ভাবে থানা পুলিশকে জানানো হলে তারা এসে লাশটি উদ্ধার করে।
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাজিব খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। বিস্তারিত পরে জানাতে পারবো।