কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১৬০ বোতল ফেন্সিডিল ও ২০ কেজি গাজা উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (৮ জুন) দুপুরে উপজেলার দেওয়ানের খামার এলাকার পাভেল নামের জনৈক ব্যক্তির গুদামঘর থেকে ফেন্সিডিলগুলো জব্দ করা হয়। তবে এঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন বলেন, গোপনসূত্রে খবর পেয়ে একটি কুরিয়ার সার্ভিসের গুদাম ঘরে অভিযান চালিয়ে ফেন্সিডিল আটক করা হয়েছে। মালিককে না পাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।