আন্দোলন দমাতে উপাচার্যের দায়ের করা মামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আন্দোলনকারী শিক্ষার্থীরা এবার ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত সাড়ে আটটায় মশাল মিছিলের পর মহাসড়ক অবরোধ করেন তারা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, ৪ দফা দাবিসহ শিক্ষার্থীদের নামে করা মামলা প্রত্যাহার করার জন্য তারা বারবার দাবি জানিয়ে আসছে। তবে প্রশাসন এ বিষয়ে নিরব থাকায় শিক্ষার্থীরা মহাসড়কে নামতে বাধ্য হয়েছে বলে জানান। তারা আরও বলেন, একজন উপাচার্য কিভাবে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করতে পারে? সে আর যাই হোক শিক্ষার্থীদের জন্য ভালো কিছু বয়ে আনবে না। মামলার ভয় দেখিয়ে আমাদের লাভ নাই। আমাদের দাবি মেনে নিন।
প্রায় দেড় ঘন্টা মহাসড়ক অবরোধ করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সাথে কোন যোগাযো করেনি। পরে সেনাবাহিনীর একটি দল আসলে শিক্ষার্থীরা তাদের সাথে আলোচনায় বসেনি।