শিক্ষার্থীদের আন্দোলন ঠেকাতে জিডি করলেন বরিশাল বিশ্ববিদ্যালিয়ের (ববি) উপাচার্য
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
-
Update Time :
সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
-
১১
Time View
ফাইল ছবি | তরণী২৪ টিভি
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন দমন করতে মামলার আশ্রয় নিচ্ছেন উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শারমিন—এমন অভিযোগ উঠেছে শিক্ষার্থীদের পক্ষ থেকে।
জানা গেছে, গতকালকে আন্দোলনে শিক্ষার্থীরা রেজিস্ট্রারকে অবাঞ্ছিত ঘোষণা করে কার্যালয় তালাবদ্ধ করার পর উপাচার্য নিজে বন্দর থানার ওসিকে ফোন করে ১০ শিক্ষার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা সানোয়ার পারভেজ লিটন বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এর আগেও ভিসি বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের নামে মামলা দেওয়ার অভিযোগ রয়েছে ববি উপাচার্য শুচিতা শরমিনের বিরুদ্ধে।
এ বিষয়ে বন্ধর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) রফিকুল ইসলাম জানান, আপাতত ১০ জন শিক্ষার্থীর নামে সাধারণ ডায়েরি ( জিডি) করা হয়েছে।
জিডিতে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন: ইংরেজি বিভাগের রাকিন খান, মিজানুর রহমান, এনামুল হক ও তরিকুল ইসলাম; গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নাজমুল ঢালী; লোকপ্রশাসন বিভাগের মোকাব্বেল শেখ; আইন বিভাগের তরিক হোসেন; রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এমডি শিহাব; কোষ্টাল স্টাডিজ বিভাগের স্বপ্নীল অপূর্ব রকি এবং রসায়ন বিভাগের রফিক।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলছেন, যৌক্তিক দাবি আদায়ের জন্য তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন। অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের কণ্ঠরোধ করতে জিডি এবং মামলার ভয় দেখাচ্ছে।
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সোনিয়া খান সনি ও উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনকে একাধিকবার কল দিয়েও সাড়া মেলেনি।
আন্দোলনকারীরা জানিয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন আরও জোরদার করা হবে।
Please Share This Post in Your Social Media
More News Of This Category