বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ এর পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। সোমবার ( ১৪ই এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় নতুন বছরকে স্বাগত জানাতে উৎসব মুখর পরিবেশে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ স্বতন্ত্রভাবে বর্ণিল সাজে এ শোভাযাত্রা পালন করে।
আনন্দ শোভাযাত্রা শেষে উপাচার্য প্রফেসর ড. শুচিতা শরমিন সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশ বৈচিত্রের দেশ এবং বাংলা নববর্ষ তার ঐতিহ্য। তাই আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে নববর্ষ উদযাপন করতে চাই।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শুচিতা শরমিনের নেতৃত্বে শোভাযাত্রায় উপ-উপাচার্য ও ট্রেজারারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।