‘মাইশেলফ অ্যালেন স্বপনের রহস্য উন্মোচন করতে আসচ্ছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২। এই ওয়েব সিরিজটিতেও রয়েছে ১ম সিরিজের আলোচিত তৈ তৈ তৈ তৈ তৈ…আমার বৈয়াম পাখি কই? তবে এবার ‘বৈয়াম পাখি ২’-তে অ্যালেন স্বপন চরিত্রে অভিনয় করা নাসির উদ্দিন খানের সাথে কন্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী জেফার । এই গানটি চরকির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ।
গানটি লিখেছেন খৈয়াম শানু সন্ধি, ম্যাক্স রহমান ও শেখ কোরাশানী। প্রকাশের পরই গানটি জনপ্রিয়তা পায় দর্শকমহলে। এবারের গানের পাশাপাশি অভিনয়েও দেখা যাবে জেফারকে ।সিরিজটিতে আরও অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা, আইমন শিমলা, ফরহাদ লিমন, অর্ণব ত্রিপুরার মতো তারকারা।