সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৬:১২ অপরাহ্ন

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৩৩ Time View
সংগৃহীত ছবি | তরণী২৪ টিভি

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। আজ সোমবার (১৭ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে এই বিক্ষোভ শুরু হয়। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে ৮টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতনের দাবিতে ভোগড়া এলাকায় অবস্থিত মীম আলেমা ডিজাইন গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। এ ছাড়াও আশপাশের কয়েকটি কারখানায় ঢিল ছুড়ে ও ভাঙচুরের চেষ্টা করে এবং অন্যান্য কারখানার শ্রমিকদের বেরিয়ে এসে বিক্ষোভ করার আহ্বান জানান। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পরে প্রায় ২০ মিনিট পর ওই মহাসড়কে যান চলাচল শুরু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com