জুলাই আন্দোলনে নিহত হওয়া আলামিনের লাশ দীর্ঘ ৭ মাস পর ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে।তিনি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার সহকারী হিসেবে কাজ করতেন।
গতকাল সোমবার (১০ মার্চ) দুপুর ২টায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজের নেতৃত্বে এবং উত্তরা পশ্চিম থানা ও শ্রীনগর থানা পুলিশের তত্ত্বাবধানে শ্রীনগর উপজেলার বালাসুর কাশেমনগর কবরস্থান থেকে আলামিনের লাশ তোলা হয়।
এইদিকে, ঘটনার চার মাস পর ডিসেম্বরে আলামিনের বড় ভাই বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন।তার বাবার সম্মতিতে কবর থেকে লাশ তুলে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।