মহান আল্লাহ তাআলা রোজার ঐতিহাসিক নিয়ে পবিত্র কোরআনে বলেছেন, ‘হে মুমিনরা! তোমাদের জন্য সিয়ামের (রোজার) বিধান দেওয়া হলো। যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেওয়া হয়েছিল, যাতে তোমরা সংযমশীল হতে পার। (সুরা : বাকারাহ, আয়াত : ১৮৩) এ আয়াতে শেষ নবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগেও সব শরিয়তেই রোজা ফরজ ছিল বলে ঘোষণা করা হয়েছে। ধারণা করা হয়, রোজার প্রচলন শুরু হয় হজরত আদম (আ.)-এর সময় থেকে।
তবে শেষ নবীর উম্মতদের মতো অন্য কোনো নবীর উম্মতরা সুনির্দিষ্টভাবে বিশেষ মাসে রোজা পালন করত কি না সে সম্পর্কে সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। বাইবেলে বাইতুল ইলের বাসিন্দা ও বনি ইয়াহুদাদের প্রতি রোজা রাখার হুকুমের কথা সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। ইসলামের পূর্বে আরব সমাজে রমজান মাসকে কেন্দ্র করে কিছু প্রচলিত রীতি ও সংস্কৃতি ছিল, তবে সেগুলো ইসলাম-পরবর্তী রমজানের গুরুত্ব ও আচার-অনুষ্ঠানের মতো সুস্পষ্ট বা ধর্মীয়ভাবে অনুপ্রাণিত ছিল না।