দীর্ঘদিন ধরেই স্তন ক্যানসারে আক্রান্ত হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। সুস্থ হতে সর্বচ্চ লড়াই চালিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী। বর্তমানে তার চিকিৎসা চলমান রয়েছে। মরণব্যাধিতে আক্রান্ত
থাকলেও পবিত্র রমজান মাসে রোজা রাখা থেকে বিরত থাকছেন না তিনি।
রমজানের প্রথমদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইফতার ও সেহরির কিছু ছবি প্রকাশ করেছেন হিনা খান। ইফতারের ছবি শেয়ার করে হিনা লিখেছেন, ‘রমজান মুবারক। আমাকে দেখতে কেমন লাগছে? প্রথমদিনে সেহরী টু ইফতারের জার্নি। আল্লাহমুদিল্লাহ।
ইনস্টাগ্রাম স্টোরিতে খেজুরের বাটি হাতে একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, ইফতারের জন্য আমি প্রস্তুত। সেই ছবিতে হালকা সবুজ রঙের সালোয়ার কামিজে হিনাকে দেখে মুগ্ধ হয়েছেন ভক্তরা। অপর একটি ছবিতে দেখা গেছে, টেবিলে সাজানো বাহারি খাবারের পসরা। মায়ের সঙ্গে ইফতার নিয়ে বসেছেন হিনা।