গাজীপুর মহানগরীর ভোগরা বাইপাস এলাকায় আফসানা আক্তার লাবনী (৩০) নামে এক নারী শ্রমিক আত্নহত্যা করে। ঘটনাটি গতকাল রবিবার (২রা মার্চ) প্যানারোমা অ্যাপারেলস লিমিটেড নামক কারখানায় ঘটেছে। ওই শ্রমিকের আত্মহত্যার জেরে আজ সোমবার (৩রা মার্চ) ওই কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ এবং কারখানার একটি গাড়ি বাইরে বের করে আগুন ধরিয়ে দেয়। এতে মহাসড়কে যানবাহন চলাচলে সাময়িক বিঘ্নের সৃষ্টি হয়।
উল্লেখ্য, ওই নারী শ্রমিক ওই কারখানার ছাদ থেকে লাফ দিয়ে আত্নহত্যা করে। সে ময়মনসিংহের নান্দাইল থানার পাঁচরুখী এলাকার আফসার আলীর মেয়ে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার জহিরুল ইসলাম বলেন, একদল শ্রমিকেরা জানায় ওই নারী স্বামীর সঙ্গে ঝামেলার কারণে আত্মহত্যা করেছে , অন্যদল জানায় ছুটি না দেওয়াতে আত্নহত্যা করেছে। এতে শ্রমিকেরা গেঞ্জাম করায় মালিকপক্ষরা প্রায় ৬ থেকে ৭টি কারখানা ছুটি ঘোষণা করেছে।