ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি চত্বরে অবস্থিত রাজু ভাস্কর্যের সামনে ফায়ার সার্ভিসের একঝাঁক সদস্য সতর্কতামূলক ব্যানারে অবস্থান গ্রহণ করেছেন। আজ সোমবার (৩রা মার্চ) বেলা সাড়ে ১১টার সময় সাধারণ মানুষকে সচেতন করতে ফায়ার সার্ভিসের সদস্যরা ২০ মিনিটের অবস্থান গ্রহণ করেছিলেন।
সাধারণ মানুষকে সচেতন করার জন্য প্রত্যেকে সদস্যের হাতে ছিল সচেতন মূলক ব্যানার। তারা সাধারণ মানুষকে যেখানে সেখানে সিগারেট ও বিড়ির আগুন না ফেলার আহ্বান জানান। বাসা-বাড়িতে সাবধানতার সাথে গ্যাস ও সিলিন্ডার ব্যবহার করা, রান্না শেষে চুলা বন্ধ রাখা, বাইরে বের হওয়ার সময় বৈদ্যুতিক সুইচ বন্ধ করা, আগুন লাগলে আতঙ্কিত না হয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান ফায়ার সার্ভিসের সদস্যরা।