জনকল্যাণ স্কুলের দক্ষিণ পাশে রূপসা গরুরহাট কবরস্থানের পাশে তাকে গুলি করে দুর্বৃত্তরা। নিহত রনি সরদার নগরীর টুটপাড়া এলাকার মৃত আব্দুর রব সরদারের ছেলে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম রনির নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে নগরীর দক্ষিণ টুটপাড়া জনকল্যাণ স্কুলের দক্ষিণ পাশের রূপসা গরুর হাট গণ-কবরস্থানের পাশে রনি সরদারকে অজ্ঞাত দুর্বৃত্তরা গলার ডান সাইডে কানের নিচে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তাকে সন্ধ্যা ৭টা ৫ মিনিটে সার্জারি ৯/১০ ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সোয়া ৭টায় তাকে মৃত ঘোষণা করা হয়।
স্থানীয়রা জানান, নিহত রনি একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন খান বলেন, নিহত রনি নগরীর টুটপাড়া ও নদীর ওপার রূপসার রেল লাইনের কাছে থাকত। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা সেগুলো খতিয়ে দেখা হচ্ছে।
ওসি আরও জানান, হত্যাকাণ্ডে জড়িত কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের গ্রেফতারে চেষ্টা চালানো হচ্ছে।
এছাড়াও, কেএমপির অতিরিক্ত কমিশনার তাজুল ইসলাম বলেন, হত্যাকান্ডের বিষয়ে সব তথ্য আমরা পেয়েছি। তবে এখনই সব কিছু বলা যাচ্ছে না।