আউটসোর্সিং কর্মীদের চাকরী স্থায়ী করার দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করেছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যান পরিষদের সদস্যরা। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টা নাগাদ প্রেসক্লাবের সামনের সড়কটি অবরোধ করে সমাবেশ করেন তারা। সমাবেশে প্রায় সারাদেশ থেকে সরকারি-বেসরকারি মিলিয়ে কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
তাদের দাবি, ঠিকাদার পদ্ধতি বাতিল করে চাকরিতে স্থায়ীকরণ, বার্ষিক বেতন বৃদ্ধি, মাতৃত্বকালীন ছুটি ও কর্মঘণ্টা নির্ধারণ, বকেয়া বেতন পরিশোধসহ সকল বৈষম্য দূর করে দ্রুত প্রজ্ঞাপন জারি করতে হবে। অন্যথায় রাজপথ ছাড়বে না বলেও হুঁশিয়ারি দেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যান পরিষদের সদস্যরা।