নারী ভক্তকে চুমু খেয়ে আলোচনার মুখে উদিত নারায়ণ।
ভারতের জনপ্রিয় সংগীত শিল্পী উদিত নারায়ণ যিনি সুদীর্ঘ ক্যারিয়ারে সুরেলা কণ্ঠের পাশাপাশি নিজের সরল ব্যক্তিত্বের জন্য পরিচিত। প্রায়শই তাকে চুমুকান্ডে সর্বত্রই বিতর্কে থাকতে হয়। এবিষয়ে অনেকেই তাকে তার বয়স এবং ভারতীয় সভ্য় সংস্কৃতির কথা মনে করিয়ে দিয়েছেন। যদিও এ বিষয়ে তার বিন্দুমাত্র ভুরুক্ষেপ নেই।
সম্প্রীতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এক লাইভে নারী ভক্তকে চুমু দেওয়ার মুহুর্ত। এ নিয়ে চলছে নেটিজেনদের ভিতর ব্যপক সমালোচনা। এই ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পরে শিল্পী শ্রেয়া ঘোষাল ও অলকা ইয়াগনিকসহ অন্যান্য নারী শিল্পীদের অপ্রস্তুতভাবে চুমু দেওয়ার বিভিন্ন ভিডিও। ভারতের ইতিহাসে অন্যতম সেরা গায়ক হিসেবে তিনি তার তিন দশকের সংগীত জীবনে জিতেছেন জাতীয় পুরষ্কারসহ অসংখ্য পুরষ্কার।