মাত্র ৩ সেকেন্ডের ভিডিও ধারণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই দ্বন্দে জড়িয়ে রয়েছেন নয়নতারা ও ধানুশ। দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির খুবই জনপ্রিয় নাম দুটো ধানুশ ও নয়নতারা। ধানুশের করা মামলায় ১০ কোটি রুপির আইনি লড়াইয়ে হেরে গেলেন অভিনেত্রী নয়নতারা।
মূলত ঘটনার সূত্রপাত ধানুশের প্রযোজিত “নাম রাউডি ধান” সিনেমার ৩ সেকেন্ডের ফুটেজ নয়নতারা অভিনীত “নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরিটেল” সিনেমায় অনুমতি ছাড়ায় ব্যবহৃত হয়। পরে ধানুশ এই বিষয়ে কপিরাইট লঙ্ঘন অভিযোগে মামলা করেন।
এক বিবৃতিতে ধানুশের আইনজীবী জানান, যদি ২৪ ঘন্টার মধ্যে ঐ ৩ সেকেন্ডের ফুটেজ সরিয়ে না নেয়া হয় তাহলে ধানুশ ক্ষতিপূরণ হিসেবে ১০ কোটি রুপি দাবি করবেন। এ আইনি লড়াইয়ে ধানুশের পক্ষেই জয় হয়।