পটুয়াখালীর গলাচিপা উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে দু’দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) বেলা ১০ টা থেকে শিক্ষার্থীদের সরগমে মুখরিত বিদ্যালয়ের প্রাঙ্গণ।
অনুষ্ঠানে বিদ্যালয়টির সহকারী শিক্ষক হারুন অর রশীদ্র সঞ্চালনায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমগীর হোসেন। অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, ডা. মাওঃ মোঃ জাকির হোসেন আমীর, উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আহ্ববায় মোঃ হাফিজুর রহমানসহ অনেকেই।