প্রতিবছরের ন্যায় এবছরের শুরুতেও পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের জনতা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়াসূচি ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় অংশ নিয়ে বিদ্যালয়ের প্রাঙ্গণগুলোকে মুখরিত করে তোলে। অনুষ্ঠানকে কেন্দ্র করে বসেছে নানান দোকান। দূর থেকে দেখলেই মনে হবে এ যেন এক গ্রাম্যমেলা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মধ্য চর বিশ্বাস সঃ প্রাঃ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আব্দুল হালিম, যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মোঃ আতাউর রহমান দুলাল প্রধান শিক্ষকসহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল মুন্সি প্রমুখ।