পটুয়াখালীর গলাচিপায় সামাজিক সংগঠন আভাসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মানুষের দাঁড় গোড়ায় চিকিৎসা সেবাকে পৌঁছে দিতে মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে এ সভা হয়।
সভায় জানানো হয়, চিকিৎসকদের পাশে থেকে চিকিৎসা সেবাকে জনগণের আরও দোড়গোড়ায় সহজে পৌঁছে দেয়ার লক্ষ্যে আভাসের নিযুক্ত কর্মীরা কাজ করবেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা টিএইচও মেসবাহউদ্দিন, আভাসের এক্সিকিউটিভ ডিরেক্টর রাহিমা সুলতানা কাজল, প্রকল্প সমন্বয়কারী মোঃ মতিয়ার রহমান, ডেপুটি প্রজেক্ট কো-অর্ডিনেটর নীতিশ মন্ডল, রেজাউল কোভিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সকল ইউনিয়নের এফপিআই, প্রকল্পের ১২ ইউনিয়নের ইউনিয়ন সুপারভাইজারসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।