পটুয়াখালীর গলাচিপায় অসহায় মায়েদেরকে আর্থিক সহায়তা দিয়েছে ইউনিসেফ। ইউনিসেফের রিমাল রেসপন্স প্রোগ্রামের আওতায় উপজেলার মোট ২০ জন অসহায়, দরিদ্র গর্ভবতী মাকে উন্নত চিকিৎসার জন্য এ আর্থিক সহায়তা প্রদান করা হবে।
গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মেজবাহ উদ্দিন দু”জন অসহায় গর্ভবতী মাকে আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে সোমবার (৩০ডিসেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র সভা কক্ষে কর্মসূচীটির উদ্বোধন করেন।
এ সময় ইউনিসেফ রিমাল রেসপন্সের ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ হুমায়ুন কবির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নোমান পারভেজসহ অনেকে উপস্থিত ছিলেন।