অবৈধভাবে সীমান্ত পথ দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ১২ বাংলাদেশীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর নলুয়াটিলা বিওপি ভারত-বাংলাদেশ সীমান্ত হতে তাদের আটক করা হয়েছে। রামগড় ৪৩ বিজিবির অধিন্যস্ত নলুয়াটিলা বিওপির নায়েক সুবেদার মোঃ ফরিদুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। এসময় অভিজানে অবৈধ ভাবে সীমান্ত পাড়ি দেবার সময় ১২ জন সনাতনধর্মী বাংলাদেশী নাগরিকদেরকে আটক করে।
আটকরা হলেন, গোপি নাথ (৫৭), রুপালী রানী নাথ (৪৩), কৃষ্ণ নাথ (২১), সঞ্জয় নাথ (৪০), শ্রী দীব্বকৃষ্ণ নাথ (১২), মুক্তা দে (৪৩), ঈশিতা দত্ত (২৫), পুষ্পিতা দত্ত (২০), প্রদীপ কান্তি নাথ (৪৫), অর্নব কুমার দে (৩৭), রাজশ্রী দেবী (৪৩) ও অনির উর্ধ্ব দে (৪)। এদের মধ্যে একজন চট্টগ্রামের ফটিকছড়ির উত্তর ধুরুম গ্রামের আর বাকিরা মহেশখালীর বাসিন্দা।
রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানান, অপরাধ নিরসনে ভবিষ্যতেও বিজিবি কর্তৃক পরিচালিত এধরনের অভিযান অব্যাহত থাকবে।