”দুর্নীতির বিরুদ্ধে তারণ্যের একতা; গড়বে আগামীর শুদ্ধতা” এ প্রতিপাদ্য সামনে রেখে সোমবার (৯ ডিসেম্বর) উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহায়তায় নলছিটি উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে সরকারি কর্মকর্তা-কর্মচারি, শিক্ষক শিক্ষার্থী, এনজিও কর্মীসহ নানা পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও নলছিটি সরকারি ডিগ্রি কলেজের সাবেক সহকারী অধ্যাপক সামসুল আলম খান বাহারের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলামসহ বিশেষ অতিথি নলছিটি থানার ওসি মো. আব্দুস সালাম প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সকল সদস্য, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ এনজিও’র কর্মীরা উপস্থিত ছিলেন।