আসছে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। দিবসটিকে সামনে রেখে সোমবার (২ ডিসেম্বর) কুড়িগ্রামে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতিমূলক সভায় ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযুদ্ধ স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানসহ এ দিবসটিকে ঘিরে অন্যান্য কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল জব্বার, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আশিকুজ্জামান, ভূরুঙ্গামারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান স্বপন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।