কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ফুলকুমার নদীতে ডুবে তানহা (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার (২২ নভেম্বর) দুপুর আনুমানিক ১২ ঘটিকার দিকে উপজেলার ১নং পাথরডুবী ইউনিয়নের ফুলকুমার গ্রামের বাঘের খোয়ার এলাকায় এ ঘটনা ঘটে। শিশু তানহা জাহিদুল ইসলাম ও বানেছা বেগম দম্পতির একমাত্র সন্তান।
পরিবার ও স্থানীয়রা সূত্রে জানা যায়, শিশু তানহা দীর্ঘ সময় ধরে বাড়ি ফিরছে না দেখে তার বাবা মা তন্নতন্ন করে সব জায়গায় খুঁজে। শিশুটির ফুফাও এসময় খুঁজতে বের হয়। খুঁজতে খুঁজতে বাড়ির পার্শবর্তী ফুলকুমার নদীতে তাকে মৃত অবস্থায় খুঁজে পায়।
স্থানীয় ইউপি সদস্য আব্দুর রাজ্জাক ও শিশুটির জেঠা বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় শিশুটির পরিবারে শোকের মাতম চলছে।