খাগড়াছড়ি সেনা জোনের সার্বিক ব্যবস্থাপনায় পানছড়ি উপজেলার দুর্গম এলাকায় স্থানীয় লোকজনের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার (১৬ নভেম্বর ২০২৪) দিনব্যাপী পানছড়ি উপজেলার ভারতবর্ষ পাড়া নামক দুর্গম এলাকায় আড়াই শতাধিক উপজাতিয় জনগোষ্ঠীর লোকজন চিকিৎসা সেবা নিতে অংশ গ্রহণ করেন।
মেডিকেল ক্যাম্পেইনে খাগড়াছড়ির জোন অধিনায়ক লেঃ কর্ণেল আবুল হাসনাত জুয়েল (পিএসসি) প্রধান অতিথি সহ মেজর মোঃ জায়েদ-উর-রহমান অয়ন এবং ক্যাপ্টেন ইজাজ আহমেদ সাজিন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাংলাদেশ সেনা বাহিনীর খাগড়াছড়ি জোনের মেডিকেল অফিসার মেজর তুরফা ইসলাম, মেডিকেল অফিসার, ক্যাপ্টেন তাসমিয়া শফিক, ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ চিকিৎসা সেবা প্রদান করেন।
প্রধান অতিথি জানান, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। পাহাড়ে দুঃস্থ ও অসহায় গরীব মানুষের চিকিৎসা সেবা প্রদানে খাগড়াছড়ি জোন নিয়মিত মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। খাগড়াছড়ি জোনের আওতাধীন সকল ক্যাম্পে এই মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হবে।
চিকিৎসা সেবা নিতে আসা বয়োবৃদ্ধ চন্দ্র চাকমা সহ অনেকেই জানান, আমাদের এলাকা থেকে সদর হাসপাতাল প্রায় ১৫/২০ কিলো মিটার দূরে। অসুস্থ হলে সময় ও দূরত্বের জন্য সঠিক সময়ে চিকিৎসা সেবা নেওয়া সম্ভব হয় না। মেডিকেল ক্যাম্পেইন পরিচালনার জন্য নিরাপত্তা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ভবিষ্যতে এ ধরনের সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ জানিয়ে বলেন, স্থানীয় কমিউনিটি ক্লিনিক সমুহে নুন্যতম সপ্তাহে তিনদিন একজন চিকিৎসক পাঠালে দুর্গম এলাকাবাসী উপকৃত হবে।
অন্যান্যদের মধ্যে মেজর মোঃ জায়েদ-উর-রহমান অয়ন এবং ক্যাপ্টেন ইজাজ আহমেদ সাজিন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।