উপ কমিটিতে ডেন্টাল সারা বাংলাদেশের দায়িত্ব পেলেন জামালপুর এর আবু নাছির আহম্মেদ নামে এক ব্যক্তি।
মোঃ আবু নাছির আহম্মেদ বলেন
আমাকে বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার এসোসিয়েশ( বিপিডিএ ) এর উপ কমিটিতে ডেন্টাল বিভাগের যুগ্ন আহ্বায়ক করাই কেন্দ্রীয় কমিটির প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি এই দায়িত্ব যেনো যথাযথ ভাবে পালন করতে পারি। বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার এসোসিয়েশন (বিপিডিএ) ও টেলিমেডিসিনের মাধ্যমে সারাদেশে ডিপ্লোমা ডেন্টাল টেকনোলজিস্ট এর যেন উন্নত ও আধুনিক চিকিৎসা সেবা দিতে পারে সে বিষয়ে গুরুত্ব দিব। জেলা উপজেলায় গ্রামে গঞ্জে যারা অবহেলিত পল্লী চিকিৎসক এবং ডেন্টাল ডিপ্লোমা চিকিৎসক আছে তাদেরকে নিয়ে এবং বিডিএস ডাক্তারদের মাধ্যমে সমন্বয় করে চিকিৎসা সেবা প্রদান করব বলে জানান তিনি।
বিপিডিএ ফিজিশিয়ান আবু নাছির আহম্মেদ
যুগ্ম আহবায়ক ২
বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার অ্যাসোসিয়েশন ( বিপিডিএ)