শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৮:১৯ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জের গজারিয়া ও চরাঞ্চলের মানুষ বন্যা নিয়ে দুশ্চিন্তায় 

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
  • Update Time : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৪০ Time View

মুন্সীগঞ্জের পাশ দিয়ে বয়ে চলা ধলেশ্বরী ও পদ্মা নদীর পানি বিপৎসীমার নিচে রয়েছে। তবে আজ শনিবার সারাদিন জোয়ার-ভাটার প্রভাবে মেঘনা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে অতিবাহিত হবে। কখনো নিচেও নামবে।

তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, এটি ঘর-বাড়িতে ঢুকে পড়ার মতো আশঙ্কার নয়। জেলার অন্য নদী, খাল-বিলে পানি বাড়লেও সেটি বিপৎসীমার নিচে রয়েছে। বিভিন্ন উপজেলার চরাঞ্চলের মানুষের সতর্ক থাকার আহ্বান।

পানি উন্নয়ন বোর্ড মুন্সীগঞ্জের নির্বাহী প্রকৌশলী তাওহিদুল ইসলাম সকালে এসব তথ্য জানিয়েছেন।

মেঘনা নদীতীরবর্তী মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বন্যার আশঙ্কা থাকায় মানুষের জানমাল রক্ষা ও যেকোনো পরিস্থিতি মোকাবিলায় কন্ট্রোল রুম চালু করেছে উপজেলা প্রশাসন। নাগরিকরাও এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাম্মি কায়সারকে কন্ট্রোল রুমের সার্বিক সমন্বয়ের দায়িত্ব দেয়া হয় (০১৭৬২৬৮৭২৬৭)।

কন্ট্রোল রুমের সাথে যোগাযোগের নাম্বারগুলো হলো, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আবু সাঈদ মল্লিক (০১৭০০৭১৬৭৬৬), উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মো: নাসির উদ্দিন (০১৫১৬৭৭৭১৩১), উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সার্টিফিকেট সহকারী আশরাফ আলী (০১৮৬৪০৩৪৬৭৮), উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের অফিস সহায়ক মো: মোবারক হোসেন (০১৮৬৯১৩৩৬১১)।

পানি উন্নয়ন বোর্ড মুন্সীগঞ্জের নির্বাহী প্রকৌশলী তাওহিদুল ইসলাম বলেন, ‘সকাল ৯টার দিকে মেঘনা সেতু এলাকায় পানির উচ্চতা বিপৎসীমার ওপরে উঠে। আজ সারাদিন পানির উচ্চতা বেশি থাকবে। সর্বোচ্চ ২৫ সেন্টিমিটার পর্যন্ত উঠতে পারে। তবে এটি আশঙ্কাজনক বা ঘর-বাড়ি তলিয়ে যাওয়ার মতো নয়।’

এ নিয়ে আপাতত দুশ্চিন্তার কিছু নেই বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com