গাইবান্ধা জেলার সাঘাটায় মিঠু নামের এক বাইকার’কে মারপিট ও মোটরবাইক ভাংচুর করে ১ লক্ষ্য টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে । গত শুক্রবার দিবাগত রাত্রি আনুমানিক সাড়ে ১২ টায় উপজেলার বোনারপাড়া হাঁপানিয়া রোডের ওসমানের পাড়া মাঝ রাস্তায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে । স্থানীয় লোকজন আহত বাইকার মিঠুকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
আহত মিঠুর বড় ভাই আব্দুল লতিফ বাদী হয়ে সাঘাটা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, উপজেলার কামালের পাড়া ইউনিয়নের গজারিয়া গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে মিঠু মিয়া – পেশায় একজন ইটভাটার শ্রমিক। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার ভন্নতের বাজার হাঁপানিয়া অবস্থিত কর্মস্থল কেবিসি ইট ভাটার উদ্দেশ্য রওনা করেছিলেন । ভাটায় যাওয়ার পথে ফাঁকা রাস্তায় ৬/৭ জনের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দল মিঠু মিয়ার মোটরসাইকেলের গতিরোধ করে এবং কোনো কিছু বুঝে ওঠার পূর্বেই তাকে এলোপাতারী ভাবে মারপিট, ভয়ভীতি প্রদর্শন ও মোটরসাইকেল ভাংচুর করে কাছে থাকা শ্রমিকদের মুজুরির ১ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ সময় মিঠুর আত্মচিৎকারে পার্শ্ববর্তী এলাকার লোকজন ঘটনাস্থল থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে। সংবাদ পেয়ে বাড়ির লোকজন মিঠিুকে চিকিৎসার জন্য রাতেই সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মিঠুর বড়ভাই আব্দুল লতিফ জানান, বর্তমানে সে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।এঘটনায় সাঘাটা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এব্যাপারে সাঘাটা থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক এর সাথে কথা হলে তিনি বলেন ছিনতাইয়ের ঘটনা সঠিক নয় । তবে তাদের মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে এই মারামারি সংঘটিত হয়েছে । এবিষয়ে আরও তদন্ত সাপেক্ষে সঠিক ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন।