বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র আর নেই। তিনি এক মাসেরও বেশি সময় ধরে বার্ধক্যজনিত সমস্যার সাথে লড়াই করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।
সোমবার (২৪ নভেম্বর) বলিউডের হি-ম্যান নামে পরিচিত এই প্রবীণ অভিনেতা ৮৯ বছর বয়সে মারা গেছেন। ভারতের জনপ্রিয় ম্যাগাজিন ফিল্মফেয়ার জানায়, অভিনেতা মুম্বাইয়ে তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
এদিকে, চলতি মাসের শুরুর দিকে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ধর্মেন্দ্র।
ধর্মেন্দ্রের মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে, ভক্ত, সহকর্মী এবং শিল্পের তারকারা এই খবরে গভীরভাবে মর্মাহত। তার মৃত্যুর মধ্য দিয়ে ভারতের সিনেমার ছয় দশকের একটি সোনালি অধ্যায়ের পরিসমাপ্তি হলো।