রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৪০ পূর্বাহ্ন

ভূমিকম্পে কেঁপে উঠল সৌদি-ইরাক

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ২৭ Time View

ভূমিকম্পে কেঁপে উঠেছে সৌদি আরবের পশ্চিমাঞ্চলে হাররাত আল-শাকা এলাকা। সৌদি আরবের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, শনিবার (২২ নভেম্বর) রিখটার স্কেলে সৌদি আরবের এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৪। একই সময়ে মধ্যপ্রাচ্যের অন্য দেশ ইরাক ও ইরানেও একটি শক্তিশালী কম্পন রেকর্ড করেছে, যার মাত্রা ছিলো রিখটার স্কেলে ৫.০৯।

সোমবার (২৪ নভেম্বর) গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সৌদি গেজেট জানিয়েছে, শনিবার দেশটির জাতীয় সিসমিক মনিটরিং নেটওয়ার্ক এই কম্পনটি রেকর্ড করে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো মদিনা অঞ্চলের আল-আইস এবং তাবুক অঞ্চলের উমলুজ গভর্নরেটের মধ্যবর্তী হরাত আল-শাকা থেকে প্রায় ৮৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

উল্লেখ্য, হাররাত আল-শাকা সৌদি আরবের অন্যতম প্রধান আগ্নেয় লাভাক্ষেত্র হিসেবে পরিচিত। তবে এখন পর্যন্ত কোনো স্থান থেকে বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com