মাগুরার নারী ও শিশুদের অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক প্রতিশ্রুতি ও সামাজিক অঙ্গীকারের গুরুত্ব তুলে ধরে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) বিকাল ৩টায় মিনিটে মাগুরা ঐতিহাসিক নোমানী ময়দানে এ সভা অনুষ্ঠিত হয়।
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা–১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মনোয়ার হোসেন খানের স্থানীয় উন্নয়ন ভাবনা, নারী ও শিশুদের অধিকার রক্ষা, নিরাপদ সমাজ গঠন ও সামাজিক সমতা প্রতিষ্ঠার বিভিন্ন দিক আলোচনা সভায় গুরুত্ব পায়।
সভায় সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও নারী ও শিশু অধিকার ফোরামের আহবায়ক বেগম সেলিমা রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন—নারী ও শিশুদের ওপর সহিংসতা, বৈষম্য ও অবহেলা দূর করতে রাজনৈতিক প্রতিশ্রুতির পাশাপাশি প্রয়োজন সম্মিলিত সামাজিক উদ্যোগ। বিএনপি ক্ষমতায় এলে নারীর অধিকারে বৈপ্লবিক পরিবর্তন আনা হবে।
তিনি আরও জনগণকে গণতন্ত্র পুনরুদ্ধার ও অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের প্রার্থী মনোয়ার হোসেন খান কে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ–ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং কেন্দ্রীয় মহিলাদলের সহ–সভাপতি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।
বক্তারা বলেন, মাগুরা–১ আসনে নারী ও শিশুদের নিরাপত্তা, শিক্ষা, সুরক্ষা, ন্যায্য অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে ভবিষ্যৎ পরিকল্পনা অত্যন্ত সুদূরপ্রসারী।
আলোচনা সভার সার্বিক মতামতে নারী ও শিশু অধিকার সুরক্ষাকে রাজনৈতিক অগ্রাধিকারের শীর্ষে রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।