সব জল্পনা আর দুশ্চিন্তার অবসান পাড়ি দিয়ে অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন বলিউডের অভিনেতা ধর্মেন্দ্র। তিনি শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন।
বুধবার (১২ নভেম্বর) মুম্বাইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে তার শারীরিক অবস্থা সম্পূর্ণ স্থিতিশীল। এখন থেকে বাড়িতে রেখেই অভিনেতার বাকি চিকিৎসা চলবে।
উল্লেখ্য, টানা ৭ দিন শ্বাসকষ্টসহ অন্যান্য অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ধর্মেন্দ্র। সোমবার তার শারীরিক অবস্থার অবনতি নিয়ে নানান গুজব ছড়িয়ে পড়ে। হাসপাতালে ভিড় জমাতে দেখা জায় যায় একাধিক বলিউডের অনেক তারকারাকে। শাহরুখ খান ও সালমান খান থেকে শুরু করে অনেক তারকা তাকে দেখতে যান।
অবশেষে কয়েক সপ্তাহ ধরে অসুস্থ থাকার পর ধর্মেন্দ্রর সুস্থতার খবর পেয়ে ভক্তদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস পড়েছে।