ফের ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিসের বানি সুহেলায় একটি তাঁবুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চলমান থাকলে থেমেনি হামলা। একের পর এক প্রাণ হারাচ্ছেন ফিলিস্তিনিরা। এতে গাজাবাসীর আশঙ্কা বাড়ছে যে কোনো মুহূর্তে শুরু হতে পারে সংঘাত।
আলজাজিরা সুত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চলার মধ্যেই গাজাজুড়ে ইসরায়েলি সামরিক বাহিনীর সর্বশেষ হামলায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। কর্তৃপক্ষ বলছে, ২৫ মাস আগে শুরু হওয়া যুদ্ধের পর এ পর্যন্ত ভূখণ্ডটিতে মোট মৃত্যুও ৬৯ হাজার ছাড়িয়েছে।
এদিকে খান ইউনিসের বাসিন্দারা বলছেন, লক্ষ্যবস্তু করা স্থানটি ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন অঞ্চল চিহ্নিতকারী হলুদ রেখার মধ্যে ছিল না।
অপরদিকে, গাজার উত্তর ও দক্ষিণ অংশে তথাকথিত ‘হলুদ রেখা’ অতিক্রম করার অভিযোগে বাকি দুজনকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী।