নওগাঁর মান্দা উপজেলার ৫ নং গণেশপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ নভেম্বর) সকাল থেকে রাত ৮টা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন স্থানে এ গণসংযোগ ও পথসভা চলে।
গণেশপুর ইউনিয়ন আমির মাওলানা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমির ও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৯ নওগাঁ-৪ (মান্দা) আসনের এমপি পদপ্রার্থী জননেতা খন্দকার আব্দুর রাকিব।
তিনি তাঁর বক্তব্যে বলেন, ৩৬ জুলাই পরবর্তী বাংলাদেশে মানুষ নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছে। দেশের সাধারণ মানুষ পরিবর্তন চায়, সুশাসন চায়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের ভোটে সরকার গঠন করবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন। এছাড়া উপস্থিত ছিলেন মান্দা উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলাম, সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম ও মো. ইলিয়াস খান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রাকিব, যুব বিভাগের সভাপতি মো. আব্দুল মালেক, মান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. তোফাজ্জল হোসেন, শ্রমিক কল্যাণ সভাপতি মাহবুব মিঠু, বায়তুলমাল সম্পাদক মোয়াজ্জেম হোসেন, অফিস সম্পাদক মাও.আইনাল হকদ, প্রসাদপুর ইউনিয়ন আমির মাওলানা আব্দুস সালাম, গণেশপুর ইউনিয়ন সেক্রেটারি মো. আব্দুল বারী প্রমুখ।
গণসংযোগ ও পথসভায় বক্তারা বলেন, দেশে ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা ও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ইসলামপন্থি শক্তির ঐক্য ও জনগণের অংশগ্রহণ অপরিহার্য।
অনুষ্ঠান শেষে এলাকার সাধারণ মানুষ নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামী নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীর বিজয় কামনা করেন।