বিনোদন অঙ্গনের জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ ভালো নেই। সোমবার (২৭ অক্টোবর) রাতে হঠাৎ তীব্র মাথাব্যথা ও খিঁচুনি শুরু হলে তাকে দ্রুত ঢাকার মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে স্থানান্তর করা হয় সম্মিলিত সামরিক হাসপাতালে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
অভিনেতার স্ত্রী সানজিদা শিমুল জানান, অভিনেতার শারীরিক অবস্থা এখন কিছুটা ভালো। চিকিৎসকদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ হচ্ছে। তারা জানিয়েছেন, সেই অর্থে এটা স্ট্রোক না। বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। সেখানে রক্তসহ কিছু ক্ষেত্রে সামান্য জটিলতা রয়েছে। সেসব চিকিৎসাই আপাতত চলবে। আপাতত বাসায় ফেরার মতো অবস্থায় নেই তিনি। যেসব সমস্যা দেখা গেছে, সেগুলোর চিকিৎসা চলবে। এই জন্য ৭ থেকে ৮ দিন পুরো পর্যবেক্ষণে থাকতে হবে। তারপর বাসায় ফেরার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসান মাসুদের ইস্কেমিক স্ট্রোক ও মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছিল। বর্তমানে তিনি নিউরোলজি, কার্ডিওলজি এবং ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।
দীর্ঘদিন ধরে নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের ভালোবাসা অর্জন করেছেন তিনি। সাম্প্রতিক সময়ে তিনি নতুন ধারাবাহিক ‘তেল ছাড়া পরোটা’-এর শুটিং শুরু করেছিলেন।