যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ২৪ জন শিশুসহ কমপক্ষে ৬৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
বুধবার (২৯ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালানোর পর এই পাল্টা হামলার নির্দেশ দেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অপরদিকে শর্ত ভঙ্গ করে নিখোঁজ এক বন্দির মরদেহ হস্তান্তর স্থগিত রেখেছে হামাস।
এর আগে, মঙ্গলবারের বিমান হামলায় গাজার রাজধানীর উপকণ্ঠ সাবরা এলাকায় একটি বাড়ি লক্ষ্য করে বোমা ফেলা হয়। হামলা হয় আল–শিফা হাসপাতালের আশপাশে ও পশ্চিমের শাতি শরণার্থীশিবিরেও। কামান থেকে গোলাবর্ষণ করা হয় মধ্য গাজার দেইর আল–বালাহ এলাকার বিভিন্ন স্থানে।
ইসরায়েল অভিযোগ করেছে, হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। এই অভিযোগের পরই গাজায় নতুন হামলার নির্দেশ দেন নেতানিয়াহু। অন্যদিকে, হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেড জানায়, ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করায় তারা একজন ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দেওয়ার প্রক্রিয়া স্থগিত করেছে। সংগঠনটি দাবি করেছে, ইসরায়েলের সামরিক তৎপরতা জিম্মিদের মরদেহ উদ্ধারে বাধা সৃষ্টি করছে।