বাংলা সিনেমার কিংবদন্তি নায়ক সালমান শাহর অপমৃত্যু মামলাকে ২৯ বছর পর হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেয় আদালত। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় আসামি হিসেবে মোট ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলার প্রধান আসামি হলেন সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক।
সালমান শাহ হত্যার প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হকের খোঁজ মিলছে না। একই সঙ্গে খোঁজ মিলছে না সালমান শাহ হত্যা মামলার ৪ নম্বর আসামি খলনায়ক ডন এর। অন্য আসামিরা হলেন— প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়া বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু এবং রেজভী আহমেদ ফরহাদ।
এর আগে, ২০ অক্টোবর সালমান শাহর অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন আদালত। ২৪ ঘণ্টা না পেরোতেই রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। এরপরই নড়েচড়ে বসে পুলিশ। তদন্ত শুরু হওয়ার কয়েক দিন পরও সচল ছিল ডন ও সামিরার ব্যবহৃত মোবাইল ফোন। কিন্তু গত কয়েকদিন ধরেই তাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে। এছাড়া হোয়াটসঅ্যাপ ও ইমোসহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের সঙ্গে কোনো যোগাযোগ সম্ভব হচ্ছে না।
দেশজুড়ে যখন আবারও সালমান শাহর মৃত্যুর রহস্য নিয়ে আলোচনা তীব্র আকার ধারণ করেছে, ঠিক তখনই মামলার বেশ কয়েকজন আসামির হদিস মিলছে না। পুলিশ সূত্রে জানা গেছে, আসামিদের খোঁজে একাধিক স্থানে তল্লাশি চালানো হচ্ছে এবং তাদের অবস্থান নিশ্চিত করতে প্রযুক্তিগত সহায়তা নেওয়া হচ্ছে।