গাজায় যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার জন্য হামাসকে শেষ সুযোগ দেওয়া হয়েছে। হামাস যদি এ চুক্তি লঙ্ঘন করে, তবে সামরিক পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (২০ অক্টোবর) ওয়াশিংটনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প এ হুঁশিয়ারি দেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইসরায়েল প্রস্তুত আছে। প্রয়োজন হলে আবারও অভিযান চালানো হবে। হামাসকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হবে।
সাম্প্রতিক ইসরায়েলি হামলায় হামাস অনেক দুর্বল হয়ে পড়েছে। তবে তিনি মনে করেন, হামাসের পক্ষে এখন ইরান সরাসরি হস্তক্ষেপ করবে না।
ট্রাম্প আরও বলেন, হামাসকে খুব অল্প সময় দিচ্ছি। তারা যদি শান্তির পথে না আসে, তাহলে পরিণতি ভয়াবহ হবে।